ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

ট্রাম্পকে হারাতে ২০ মিলিয়ন ডলার দিচ্ছেন ডাস্টিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
ট্রাম্পকে হারাতে ২০ মিলিয়ন ডলার দিচ্ছেন ডাস্টিন

ঢাকা: ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যেমন দুস্কর, তেমনি ডাস্টিন মস্কোভিজের ক্ষেত্রে বিষয়টি ঠিক উল্টো। তবে এবারের ‘কর্মকাণ্ডে’ তিনি যে ‘পরিচিত পাত্র’ হতে যাচ্ছেন তা সহজেই অনুমেয়।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে ক্যাম্পেইনের জন্য ২০ মিলিয়ন ডলার দেওয়ার অঙ্গীকার করেছেন ফেসবুকের এ সহ-প্রতিষ্ঠাতা।

এক টুইট বার্তায় এ অঙ্গীকার করেন তিনি।

আর এ ঘোষণার মাধ্যমে নির্বাচনী ক্যাম্পেইনে অর্থ সংগ্রহে আরো একধাপ এগিয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থীরা। ডেমোক্র্যাটদের ক্যাম্পেইনে এখন পর্যন্ত তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৫ মিলিয়ন ডলার। যেখানে ডোনাল্ড ট্রাম্পের তহবিল ১৬০ মিলিয়ন ডলার।

এদিকে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোভিজের ২০ মিলিয়ন ডলার দেওয়ার অঙ্গীকার তৃতীয় সর্বোচ্চ।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।