ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

কৃষির উন্নয়নে একসঙ্গে কাজ করবে কোয়ালিটি ফিডস-নোডস ডিজিটাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
কৃষির উন্নয়নে একসঙ্গে কাজ করবে কোয়ালিটি ফিডস-নোডস ডিজিটাল

ঢাকা: কৃষি ও মৎস্য খাতে নিবিড়ভাবে কাজ করার উদ্দেশ্য নোডস ডিজিটাল এবং কোয়ালিটি ফিডস সমঝোতা করেছে।  

বৃহস্পতিবার চুক্তিটি সই করেন ডিরেক্টর (গ্রুপ করপোরেট অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স) মো. সাফির রহমান এবং নোডস ডিজিটাল লিমিটেডের গ্লোবাল অপারেশনের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক সাফকাত রেজা চৌধুরী।

 

নোডস ডিজিটাল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও গ্লোবাল অপারেশনের ডিরেক্টর সাফকাত রেজা চৌধুরী ও কোয়ালিটি ফিডস লিমিটেডের ডিরেক্টর (গ্রুপ করপোরেট অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স) মো. সাফির রহমান জানান, সমঝোতা স্মারকটি শস্য, গবাদি পশু, হাঁস-মুরগি, জলজ পালনসহ কৃষির ক্ষেত্রে আইওটি-ভিত্তিক এবং অন্যান্য ডিজিটাল সমাধানের বাজারের সম্ভাব্যতা মূল্যায়নের উদ্দেশ্যে দায়িত্বের সঙ্গে সুযোগ নির্ধারণ এবং সমবায় সম্পর্কোন্নয়নে কাজ করবে।  

এ সময় নোডস ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান ড. সাদ হাসান, পরিচালক ড. রাশেদুল হক, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জোশিতা সানজানা রিজভান ছাড়াও দুটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।