ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

সৈয়দপুরে কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
সৈয়দপুরে কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে পেঁয়াজের বীজ, রাসায়নিক সার, কীটনাশক ও রশি বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমের জন্য এসব বিতরণ করা হয়।



এ উপলক্ষে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন।

সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।  

বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সালাহউদ্দিন। স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এম আর রাজু।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ জানান, অনুষ্ঠানে ৫০ জন কৃষকের মধ্যে পেঁয়াজ বীজ, কীটনাশক, পলিথিন, রশি ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।