ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

কৃষি

সাতক্ষীরায় তেলজাতীয় ফসল উৎপাদনে ৫ কৃষক পুরস্কৃত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মে ১৩, ২০২৪
সাতক্ষীরায় তেলজাতীয় ফসল উৎপাদনে ৫ কৃষক পুরস্কৃত 

সাতক্ষীরা: সাতক্ষীরায় ২০২৩-২৪ অর্থবছরে তেলজাতীয় ফসল উৎপাদনে শ্রেষ্ঠ পাঁচজন কৃষককে পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মে) সাতক্ষীরা খামারবাড়ির প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন।

শ্রেষ্ঠ নির্বাচিত পাঁচ কৃষকরা হলেন- কলারোয়ার কেড়াগাছির রফিকুল ইসলাম, লাঙ্গলঝাড়ার আলী হোসেন, তালার তেতুলিয়ার আতিয়ার মাহমুদ, খেশরার শেফালী বিবি ও দেবহাটার কুলিয়ার আব্দুস সামাদ।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বীজ উৎপাদন কেন্দ্রর উপপরিচালক মনোয়ার হোসেন বকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।