ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

প্রতিবাদ জানাতে মহাসড়কের পাশে ধানচাষ, ভালো ফলনের আশা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
প্রতিবাদ জানাতে মহাসড়কের পাশে ধানচাষ, ভালো ফলনের আশা

ঝিনাইদহ: দীর্ঘদিন সংস্কার কাজ শেষ না করায় ঝিনাইদহের মহাসড়কের পাশে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান জুয়েল হোসেন নামের এক স্থানীয় ব্যবসায়ী। সার ছিটিয়ে, কীটনাশক স্প্রে করে ধানের আবাদ করেছেন তিনি।

ইতোমধ্যে ফলনও বেশ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে। কিছুদিনের মধ্যেই কাটা শুরু হবে ধান।  

শুনতে অবাক লাগলেও ধানের এমন আবাদ হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে।  

বাজারে গেলেই দেখা মিলবে পাকা রাস্তার পাশে এ ধানক্ষেতের।

স্থানীয়রা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে অবস্থিত এই বাজারটি জেলার অন্যতম একটি বড় বাজার। বাজারের ওপর দিয়ে যাওয়া মহাসড়কে প্রতিদিন চলাচল করে হাজার হাজার গাড়ি। বাজারের পশ্চিম অংশে মহাসড়কের পাশে কয়েক মাস আগে বড় গর্তের সৃষ্টি হয়। সেখানে পানি জমে থাকায় প্রায় দুর্ঘটনার শিকার হন পথচারীসহ সড়কে চলাচলকারীরা।

ঝুঁকি নিয়ে চলছিল বিভিন্ন ধরনের ছোট বড় যানবাহন। বিভিন্ন স্থানে সৃষ্টি হয় ছোট-বড় অসংখ্য গর্তের। ওই সব গর্তে পড়ে যানবাহন বিকল হওয়াসহ নানা
দুর্ঘটনায় মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। একদিকে যেমন কাদামাটি, তার সঙ্গে বৃষ্টির পানি, এমন অবস্থায় নাজেহাল পথচারী, স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ
স্থানীয়রা।  

বিড়ম্বনায় শিকার এই রুটে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরাও। তাই দীর্ঘদিনের ভোগান্তি আর ক্ষোভের বহিঃপ্রকাশ স্বরূপ ও মহাসড়কে দুর্ঘটনা এড়াতে সংকেত হিসেবে সেখানে ধানের আবাদ করেন জুয়েল হোসেন।  

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর বাজারের পশ্চিম পাশের ধান-পাট ও ভুষির ব্যবসা জুয়ের।  

ধানের ফলন ও বেশ ভালো হবে বলে জানিয়ে এ ব্যবসায়ী বলেন, বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তারই প্রমাণ সড়কের পাশের ধানের আবাদ। আড়াই মাস আগে এই ধান রোপণ করি। ফলনও ভালো হবে। কিছুদিনের মধ্যেই ধান কাটব।  

মহাসড়কে বেহাল দশার প্রতিবাদ ও চলাচলকারীদের সতর্ক করতে পাকা রাস্তার পাশে ধানের আবাদ করেছেন বলে জানান তিনি।

স্থানীয় মশিয়ার রহমান জানান, এই বাজারের ওপর দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলাচল করে। বাজারের পশ্চিম অংশে মহাসড়কের পাশে কয়েক মাস আগে বড় গর্তের সৃষ্টি হয়। সেখানে পানি জমে থাকায় প্রায় দুর্ঘটনার শিকার হন পথচারীসহ সড়কে চলাচলকারীরা। সংস্কার না করায় প্রতিবাদ জানাতে ওই ব্যবসায়ী সেখানে ধান চাষ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।