ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

নেত্রকোণায় ১৮ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
নেত্রকোণায় ১৮ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার নেত্রকোণায় চাল কেনা কার্যক্রমের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: চলতি আমন মৌসুমে মিল মালিকদের কাছ থেকে নেত্রকোণায় ১৭ হাজার ৯২৪ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এরই অংশ হিসেবে সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা সদর খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে চাল কেনা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সামছুদ্দিন, কারিগরি খাদ্য পরিদর্শক এসএম সালাহ্ উদ্দিন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদর) খন্দকার মুনতাসির মামুন, এরশাদুর রহমান খান (ঠাকুরাকোণা), চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহা, সাবেক সভাপতি ফরিদ আহমদে খান প্রমুখ।

বাংলানিউজকে খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া জানান, জেলার ১০টি উপজেলা থেকে চলতি মৌসুমে ১৭ হাজার ৯২৪ মেট্রিক টন আমন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  

এর মধ্যে সদর উপজেলায় লক্ষ্যমাত্রা রয়েছে ৬ হাজার ৫২৮, রহাট্টায় ১ হাজার ৬২২, পূর্বধলায় ৩ হাজার ৭০, মোহনগঞ্জে ১ হাজার ৪৪০, কেন্দুয়ায় ১ হাজার ৮২২, দুর্গাপুরে ৮ হাজার ৫৪, মদনে ৭৩২, আটপাড়ায় ৭৯৪, কলমাকান্দায় ১ হাজার ৫৭ ও খালিয়াজুরী উপজেলায় ৫ মেট্রিক টন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তারিখের মধ্যে জেলার ৩১০ জন চালকল মালিক তাদের বরাদ্দ পাওয়া চাল সংশ্লিষ্ট খাদ্যগুদামে প্রতি কেজি ৩৬ টাকা দামে সরবরাহ করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।