বুধবার (১৮ ডিসেম্বর) সকালে প্রথমদিন তিন কৃষকের কাছ থেকে ধান কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ফেরদৌস, জেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুস ছালাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদার, ধান সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা গাজী মো. মাজাহারুল আনোয়ার উপস্থিত ছিলেন।
প্রথমদিনে কৃষক আবদুল কুদ্দুস, মো. মজলু খান ও মো. আবদুল আউয়ালের কাছ থেকে ৬ টন ধান সংগ্রহ করা হয়েছে।
ঝালকাঠি জেলায় আমন সংগ্রহের আওতায় তিন হাজার ৬৬৬ মেট্রিকটন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৯৭০ মেট্রিকটন, নলছিটি উপজেলায় ৯৮৬, রাজাপুর উপজেলায় ৮৩৩ ও কাঁঠালিয়া উপজেলায় ৭৭৭ মেট্রিকটন রয়েছে।
ঝালকাঠি জেলায় এ বছর ৫০ হাজার হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে ১১ হাজার হেক্টরে উচ্চফলনশীল জাত ও অবশিষ্ট জমিতে স্থানীয় জাতের আমন আবাদ করেছেন কৃষকরা।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমএস/ওএইচ/