ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

কৃষি

৪ শতাংশ সুদে নাটোরে ৬৭ কোটি টাকার ঋণ সুবিধা পাচ্ছেন কৃষকরা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
৪ শতাংশ সুদে নাটোরে ৬৭ কোটি টাকার ঋণ সুবিধা পাচ্ছেন কৃষকরা  

নাটোর: নাটোরে ২৩টি ব্যাংকের মাধ্যমে সরকার ঘোষিত ৪ শতাংশ সুদে ৬৭ কোটি টাকার ঋণ সুবিধা পাচ্ছেন কৃষকরা। ইতোমধ্যে ৬৪ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ কাজ সম্পন্ন হয়েছে।

বাকি তিন কোটি টাকা খুব স্বল্প সময়ের মধ্যেই বিতরণ করা হবে। একইসঙ্গে করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি রোডম্যাপও তৈরি করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজের আয়োজনে এক অ্যাডভোকেসি সভায় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, করোনাকালীন সময়ে সারাদেশের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকা ঋণ সুবিধা দেওয়ার ঘোষণা দেয় সরকার। এরই ধারাবাহিকতায় নাটোর জেলায় ৬৭ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের টার্গেট নেয় জেলার ২৩টি ব্যাংক। ইতোমধ্যে ৬৪ কোটি টাকার ঋণ বিতরণ কাজ সম্পন্ন হয়েছে।  

বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজের নির্বাহী পরিচালক হারুন অর রশিদের পরিচালনায় অ্যাডভোকেসি সভায় বক্তব্য দেন- নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, জেলা পরিষদ সদস্য শফিউল আযম স্বপন, নাটোর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ভাস্কর বাগচী, নারী উদ্যোক্তা রুবিনা খাতুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।