ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

কৃষি

অসময়ের বৃষ্টির ফলে ব্যাহত হবে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
অসময়ের বৃষ্টির ফলে ব্যাহত হবে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছবি: বাংলানিউজ

ফেনী: চলছে বাংলা সনের কার্তিক মাস। এসময় প্রকৃতিতে শীত নামার কথা কিন্তু তা না হয়ে হচ্ছে বৃষ্টি।

 

মাঝারী থেকে ভারি বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে ভারতের পাহাড়ী ঢল। যার ফলশ্রুতিতে ফেনীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে চলতি আমন ধানের চাষাবাদ। ফলন বাম্পার হলেও শেষ সময়ের বৃষ্টির কারণে তা আর ঘরে উঠানো সম্ভব হয়ে উঠেনি, মাঠেই নষ্ট হচ্ছে ধান।

কৃষকরা বলছেন, ঋণ নিয়ে জমিতে ধান লাগিয়েছেন তারা। ধান বিক্রি করে টাকা দেবার কথা থাকলেও ধান আর উঠানো যায়নি। ভারি বৃষ্টির ফলে সৃষ্ট প্লাবনে ধান মাঠেই শুয়ে পড়েছে। বৃষ্টিপাতের কারণে  ফেনীতে দেড় হাজারের অধিক কৃষকের আমন ধানের ক্ষতির আশঙ্কা রয়েছে ।

গত কিছুদিনের ভারি বর্ষণে জেলার প্রায় দেড়শ হেক্টরের অধিক জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন তথ্য দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবদুল বাতেন। জেলা কৃষি বিভাগের তথ্য মতে, এবার জেলার ৬ উপজেলায় ৬৬ হাজার ৫শ ২৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তারমধ্যে প্রাথমিক হিসেবে ১৫০ হেক্টর জমি গত কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের পানির নিচে তলিয়ে গেছে।  ফলে জেলায় আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে বলে তিনি ধারণা করেছেন। জেলায় আমন ধানের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৭০ হাজার ২শ ৩ মেট্রিক টন।  

ছবি: বাংলানিউজ

আব্দুল বাতেন বলেন, ফসলের কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা জমির পানি শুকিয়ে গেলে চুড়ান্তভাবে নির্ণয় করা যাবে। বর্তমানে প্রাথমিকভাবে একটি খসড়া হিসাব প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে আমনের পাশাপাশি ১হাজার ৮শ ৪৫ হেক্টর আগাম শীতকালীন সবজি আবাদের ১০২ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবাদকৃত ৬১ হেক্টর ক্ষিরার মধ্যে ১৫ হেক্টর, ৮ হেক্টর ধনিয়ার মধ্যে ২ হেক্টর এবং আবাদকৃত ৭ হেক্টর মাসকলাইয়ের মধ্যে ১ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরশুরাম উপজেলার বীরচন্দ্র নগর গ্রামের মো. এমাম নামে এক চাষী বলেন, এককানি (৪০ শতক) জমিতে আমন চাষ করেছি। সার, বীজ, শ্রমিক খরচসহ সব মিলিয়ে ১৪ হাজার টাকা খরচ হয়েছে। জমি পানিতে ডুবে থাকায় ধান নষ্ট হয়ে যাচ্ছে।

সোনাগাজীতে ক্ষতিগ্রস্ত কৃষক আমজাদ হোসেন ও মোবাশ্বের জানান, বাতাস এবং অতিবৃষ্টির কারণে জমির বেশিরভাগ ধান গাছ নুয়ে পড়েছে। ফলন ভালো হওয়া শর্তেও জমিতে পানি থাকায় ধান পচে যাচ্ছে। জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

ছাগলনাইয়া উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, উপজেলায় ৯ হাজার ২ শ ৫০ হেক্টর চাষকৃত আমন ধানের মধ্যে ৪০-৫০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, উপজেলায় চলতি মৌসুমে ২০ হাজার ৯শ ৭০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় ফলনও আশানুরূপ ভালো ছিল। কিন্তু গত কয়দিনের ভারি বৃষ্টিপাতে ১৯ হেক্টর জমির ধান নুয়ে পড়েছে। এতে ১১০ জনের অধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, পরশুরামে ৩ হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। বন্যায় ৩ হেক্টর আমনের খেত নষ্ট হয়েছে। অনেক এলাকায় এখনও পানি জমে আছে। মাঠ পর্যায়ে ক্ষতির চূড়ান্ত তালিকা তৈরির কাজ এখনও চলছে। তবে সরেজমিন ঘুরে দেখা গেছে, কৃষি বিভাগের হিসাবের তুলনায় ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেশি।  

ছবি: বাংলানিউজ

সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, আবদকৃত ১৫ হাজার ৯শ ৪০ হেক্টর আমনের মধ্যে ২০ হেক্টর জমির ধান নুয়ে পড়েছে। তিনি বলেন, এটি কর্তনের পর ক্ষতির চূড়ান্ত পরিমাণ জানা যাবে। উপজেলায় আমনের পাশাপাশি ১০ হেক্টর সবজিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দাগনভূঞা উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় ৮ হাজার ৩শ ১০ হেক্টর আবাদি জমির মধ্যে ৫ হেক্টর জমির ধান দুর্যোগে আক্রান্ত হয়েছে। শীতকালীন আবাদকৃত ১৯৫ হেক্টর জমির মধ্যে ২ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী ৩/৪ দিনের মধ্যে ক্ষতির মোট পরিমাণ জানা যাবে বলেন তিনি।

ক্ষতির পরিমাণ এবং কৃষকদের সার্বিক পরিস্থিতির বিষয়ে ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মুমিনুল ইসলাম বলেন, ফুলগাজীতে ৬২০৫ হেক্টর আমন আবাদি জমির মধ্যে ৫০ হেক্টর জমির ধান দুর্যোগে আক্রান্ত হয়েছে। ২৪ হেক্টর আবাদকৃত শীতকালীন সবজির মধ্যে ২৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী মানিক বলেন, কৃষকরা যাতে ক্ষতি পুষিয়ে উঠতে পারেন এ জন্য জেলা কৃষি বিভাগ সর্বাত্মক চেষ্টা করছে। পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। আগামীতে কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষার্থে আগাম জাতের চারা রোপণ করার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এসএইচডি/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।