ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

কৃষি

সাতক্ষীরায় কৃষি যন্ত্রচালক ও মেকানিকদের প্রশিক্ষণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
সাতক্ষীরায় কৃষি যন্ত্রচালক ও মেকানিকদের প্রশিক্ষণ শুরু

সাতক্ষীরা: সাতক্ষীরায় কৃষিযন্ত্র চালনা ও রক্ষণাবেক্ষণের ওপর যন্ত্রচালক ও মেকানিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে সাতক্ষীরার বিনেরপোতাস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়।

 

জুম প্লাটফরমের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবির।

কর্মশালায় সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার ৪০ জন যন্ত্রচালক ও মেকানিক অংশ নেন।
 
কর্মশালায় অংশগ্রহকারীদের কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার ছাড়াও দানাদার ইউরিয়া প্রয়োগ যন্ত্র, ব্রি পাওয়ার উইডার, রিপার-এর মতো যন্ত্র পরিচালনার ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ব্রি-সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রি’র প্রকল্প পরিচালক ড. এ.কে.এম সাইফুল ইসলাম, ড. আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম, ব্রি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকার, বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।