ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

কৃষি

নলডাঙ্গায় বিনামূল্যে সার-বীজ বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
নলডাঙ্গায় বিনামূল্যে সার-বীজ বিতরণ  নলডাঙ্গায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় ১ হাজার ৮৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  

চলতি ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।

 

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন কৃষকদের হাতে এসব সার ও বীজ তুলে দেন।  

নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে ১ হাজার ৮৭০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল আলিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক  মুশফিকুর রহমান মুকু, জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল, উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌসসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।