দুবাই: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ফুজাইরাহ ও রস আল খাইমাহ কারাগার থেকে ৬৪০ কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে ।
সংশ্লিষ্ট এলাকার শাসকরা এ আদেশ দিয়েছেন।
সূত্র জানায়, দুবাইয়ের শেখ এবং সংযুক্ত আরব আমিরাত প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন রশিদ আল মাক্তউম দুবাই কারাগার থেকে ৪৫৩ বন্দি মুক্তির আদেশ দেন।
মানবিক মানুষ এবং বন্দীদের নতুন জীবন শুরু করার সুযোগ দেওয়ায় দুবাই শাসককে ধন্যবাদ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এসসাম ইসা আল হুমাইদান।
এদিকে রস আল খাইমাহ শাসক এবং সুপ্রিম কাউন্সিল সদস্য শেখ সৌদ বিন সাকার আল কাসিমি রস আল খাইমাহ কারাগার থেকে ১৪৬ কয়েদিকে মুক্তির নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে ফুজাইরাহ কারাগার থেকে ৪১ জন বন্দির মুক্তির আদেশ দিয়েছেন ফুজাইরাহ-এর শাসক এবং সুপ্রিম কাউন্সিল সদস্য শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪