ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে মুসাফফাহ বঙ্গমাতা পরিষদ গঠিত

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
আমিরাতে মুসাফফাহ বঙ্গমাতা পরিষদ গঠিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ মুসাফফাহ শাখা গঠন ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) আবুধাবির মুসাফফাহ রেড চিলি হোটেলের বলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সংযুক্ত আরব আমিরাত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক এরশাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাত বঙ্গমাতা মুজিব পরিষদের কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা বেলায়েত হোসেন হিরো।  

কে এম আনিসুর মঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মহিন উদ্দিন, উপদেষ্টা মোহাম্মদ মাইনুদ্দীন, সাংবাদিক জাহাঙ্গির কবির বাপ্পি।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওসমান গণি (বাবুল),সহ সদস্য সচিব মোহাম্মেদ ইসমাইল, অর্থ সচিব আজিজুর রাহমান, সহ অর্থ সচিব কামরুল হাসান রাকীব, মদিনা যায়েদ জেলা শাখার আহ্বায়ক আলমগীর নিলয়, নবগঠিত মুসাফফাহ শাখা কমিটির আহ্বায়ক সুমন ভুইঞা ও সদস্য সচিব শেখ মোহাম্মেদ প্রমুখ।

সভা শেষে আহ্বায়ক সুমন ভুইঞা, সদস্য সচিব শেখ মোহাম্মদ ও অর্থ সচিব রেজাউল করিমসহ ৩১ জনের নাম ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত বঙ্গমাতা পরিষদ মুসাফফাহ শাখা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ