ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

প্রবাসের আরব-আমিরাতে

আমিরাতে স্বাধীনতা দিবস উদযাপন

দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
আমিরাতে স্বাধীনতা দিবস উদযাপন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ (আরএকে) বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।     

২৬ মার্চ দিবসটি উদযাপনে সকাল থেকেই শুরু হওয়া এ উৎসবে প্রবাসী বাংলাদেশিদের ঢল নেমেছিল।



রাস আল খাইমাহ বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

দিনব্যাপী উৎসবে ছিল, স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ, শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা ছাড়াও নাট্যাভিনয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুছা ও স্কুল ছাত্রী নাওয়াজা এবং সায়মার পরিচালনায় এতে সভাপতিত্ব করেন  রাস আল খাইমাহ বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি পেয়ার মুহাম্মদ।

অন্যদের মধ্যে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনালের মাসুদুর রহমান, উইমেন অ্যাসোসিয়েশনের সভাপতি মিসেস দিলমত আরা, অধ্যক্ষ হাবিবুর রহমান, আকতার হোসাইন, আবদুল্লাহ, রাজা মল্লিক, আবদুল আলিম, জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম, সাহাব উদ্দীন, প্রকৌশলী আসিফ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

‍বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ