ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

শারজায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
শারজায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের শারজায় বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ শারজা কেন্দ্রীয় কমিটি এ উপলক্ষে ‍আয়োজন করে আলোচনা সভার।



বৃহস্পতিবার (২০ আগস্ট) শারজা বায়তি হোটেল হলে অনুষ্ঠিত সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মোরশেদ চৌধুরী সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক আবু তাহের ভুইঁয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর চৌধুরী।

এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের লেবার কাউন্সিলর এএসএম জাকির হোসেন বলেন, বাঙালির শত শত বছরের প্রার্থনার ফসল বঙ্গবন্ধু। যার অসাধারণ নেতৃত্ব বাঙালিকে এক কাতারে আনতে সক্ষম হয়েছিলো, তার নেতৃত্বেই এসেছিলো আমাদের স্বাধীনতা।

তিনি বলেন, দেশ ও জনগণের প্রতি তার বিশ্বাস, ভালোবাসা ও দায়িত্ববোধের অনুপম গুণাবলী আমাদের সবার অনুকরণীয়।

সত্য প্রতিষ্ঠায় প্রবাসের বুকে বঙ্গবন্ধু পরিষদকে আরও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সভায় আর বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা এসএম নুরুল ইসলাম, পরিষদের সাবেক সভাপতি আমির হোসেন, সাবেক সভাপতি আরশাদ হোসেন হীরু, নুরুল আবছার, শৈবাল বড়ুয়া, মো. বেলাল শাহীন টিটু, আরফানুল হক লিটন, মো. রুবেল প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রাসেল আহমেদ। সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওলানা শাহাবুদ্দিন। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ শফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ