দুবাই: সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় দুই মেয়ে আয়েশা রশীদ ঈদ ওবায়েদ ওরফে কানু রশীদ এবং ফাতিমা রশীদ ঈদ ওবায়েদ তাদের ভারতীয় মা নাজিয়া সাইদের (৬০) সন্ধান পেলেন ২৮ বছর পর।
সংযুক্ত আরব আমিরাতের রশীদ ঈদ ওবায়েদ রাফিক মাস্মার ১৯৮১ সালে ভারতের একটি কাজি অফিসে নাজিয়াকে বিয়ে করেন।
১৯৮৮ সালে নাজিয়াকে তালাক দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। গত জানুয়ারি মাসে তারা তাদের মায়ের খোঁজে ভারতের হায়দারাবাদ গিয়ে একটি ছবিসহ জেলা পুলিশ সুপারের (ডিএসপি) সঙ্গে যোগাযোগ করেন। মাকে খুঁজে দিতে পুলিশের কাছে আবেদন জানান।
অবশেষে জন্মের পর গত বৃহস্পতিবার (২১ জুলাই) প্রথমবারের মতো মাকে আবেগে জড়িয়ে ধরল দুই মেয়ে।
২৮ বছর পর মেয়েদের কাছে পেয়ে আবেগে আপ্লুত তিনি। উচ্ছ্বসিত দুই মেয়েও। তারা অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন হায়দারাবাদ পুলিশকে।
বাংলাদেশ সময়: ০৫০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এসএনএস