শারজাহ: আমিরাতের আইন মানিব, বাংলাদেশের মুখ উজ্জ্বল করিব-এ স্লোগানকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) রাতে শারজাহ হুদায়বিয়াহ রেষ্টুরেন্ট হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ ইসমাইল গনি চৌধুরীর পরিচালনায় সম্মেলনের শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তেলোয়াত করেন, আলহাজ্ব মুহাম্মদ সাইফুল আলম।
দুবাই ও উত্তর আমিরাত চট্টগ্রাম সমিতির সভাপতি আইয়ুব আলী বাবুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কর্মাশিয়াল কাউন্সিলর ড. এ কে এম রফিক আহমেদ।
সম্মেলনে উপস্থিত ছিলেন, মীর আহম্মদ, কাজী মুহাম্মদ আলী, আজম খান, মুহাম্মদ মাহবুব হোসেন, মুহাম্মদ রাজা মল্লিক, ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, ইঞ্জিনিয়ার নওশের আলী, আল মামুন সরকার, মাওলানা কারী মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ আব্দুল হক, মুহাম্মদ আবুল বাশার, মুহাম্মদ নুরুল আলম, সাইফুদ্দিন আহম্মদসহ আমিরাতে অবস্থিত প্রবাসী ও কমিউনিটি নেতারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তসলিম উদ্দিন, এম এ রাশেদ, ইমামুল হক বাঁধন, মুহাম্মদ নাছির চৌধুরী, মুহাম্মদ দিদার, মুহাম্মদ এনামুল হক এনাম, মুহাম্মদ শামস, মুহাম্মদ আমজাদ হোসেন, মুহাম্মদ সাদেক হোসেন সুজন, মুহাম্মদ মোজাম্মেল হক, মুহাম্মদ সালাহ উদ্দীন, মুহাম্মদ সেলিম খান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ এনাম, আমীর হোসেন, ছগির আহম্মদ, সালাহ উদ্দীন চৌধুরী, মুহাম্মদ রাশেদ, মোস্তাফা কামাল শিমুল, এনামুল হক, মুহাম্মদ আলী, সাইফুল ইসলাম করিম, ফখরুল ইসলাম, আলহাজ্ব মুহাম্মদ এমদাদ, মুহাম্মদ জাহেদ চৌধুরী, এরশাদ আহম্মদ শাহিন, আনসারুল হক, শৌ প্রকাশ বড়ুয়া, এস এম কামাল, মাওলানা আব্দুল কাদের, মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
আইয়ুব আলী বাবুলকে সভাপতি, মুহাম্মদ ইসমাইল গনি চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মীর আহম্মদকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট দুবাই ও উত্তর আমিরাত চট্টগ্রাম সমিতির নাম ঘোষণা করা হয়।
সম্মেলনের সমাপ্তির আগে সভাপতির বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন ড. আব্দুর সালাম।
বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
আরএ