দুবাই থেকে: সংযুক্ত আরব আমিরাতে পশু কোরবানির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) ঈদের জামাত শেষ করে নিজ নিজ স্থানে গরু, উট, ছাগল, ভেড়া ও দুম্বা কোরবানি দেওয়া হয়।
আমিরাতে অবস্থানরত প্রবাসীদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশগুলোর নাগরিকদের বেশিরভাগই গরু ও ছাগল কোরবানি দেন। মাংস কাটা শেষ হলে তারা নিজ নিজ বাড়িতে রান্না শুরু করেন। পরে একে অন্যকে নিয়ে খাওয়া-দাওয়া করেন।
পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটিসহ নয়দিন ও বেসরকারি চাকরিজীবীদের তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
জিপি/আইএ