ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
দুবাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি ব্যস্ত সড়কে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশিসহ পাঁচজন নিহত হয়েছেন। বাকি দু’জন ভারতীয়। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি ব্যস্ত সড়কে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশিসহ পাঁচজন নিহত হয়েছেন। বাকি দু’জন ভারতীয়।

এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

রোববার (৪ ডিসেম্বর) সকালে দুবাইয়ের রাবাত রোডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আমিরাতের সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশের কর্মকর্তা ব্রিগেডিয়ার সায়ীদ বিন সুলেইমান বলেন, আল গারুদমুখী ক্লিনকো ক্লিনিং সার্ভিসেস অ্যান্ড বিল্ডিং মেনটেন্যান্সের ১৯ স্টাফবাহী একটি বাস রাবাত রোড দিয়ে যাওয়ার সময় ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

তিনি জানান, ঘটনাটি ভোর ৫টার দিকে ঘটে বলে জানতে পারে দুবাই পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটস্থ রশিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ