ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

সিরাজগঞ্জে মঞ্চায়ন হলো উৎপল দত্তের নাটক ঠিকানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
সিরাজগঞ্জে মঞ্চায়ন হলো উৎপল দত্তের নাটক ঠিকানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মঞ্চায়ন হয়েছে কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র ও নাট্যাভিনেতা উৎপল দত্ত রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘ঠিকানা’।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নাট্যলোক সিরাজগঞ্জ আয়োজিত ৫ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবের তৃতীয় দিনে এ নাটকটি মঞ্চায়ন করে কলকাতার ‘গড়িয়া একত্রে’ থিয়েটার।

 

ভাস্কর ব্যানার্জীর নির্দেশনায় এ নাটকটির মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে পাক হানাদার বাহিনীর ক্যাম্পে বন্দিদের ওপর নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরা হয়।

এর আগে, সোমবার (১৯ ডিসেম্বর) নাট্যলোক সিরাজগঞ্জের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু হয়। এ উৎসবে বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা থিয়েটার অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।