অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে শিশুসাহিত্যিক মাসুম আওয়ালের প্রথম উপন্যাস ‘গোয়েন্দা ডব্লিউ হিং টিং ছট’। শিশু-কিশোদের জন্য লেখা বইটি প্রকাশ করেছে অর্জন প্রকাশন।
বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে অর্জন প্রকাশনীর ৪৪০ নম্বর স্টলে।
মাসুম আওয়াল জানান, এ সময়ের বিখ্যাত গোয়েন্দা ডব্লিউ হিং টিং ছট। তার তিন সহকারী অংকন, অরূপ ও মুনিয়া। এ পর্যন্ত প্রচুর রহস্যের সমাধান করেছেন তারা। তাদের নাম-ডাক ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। তাদেরই দুর্ধর্ষ এক অভিযানের কাহিনি নিয়ে এ উপন্যাস।
দেড় যুগেরও বেশি সময় শিশুসাহিত্য চর্চা করে আসছেন মাসুম আওয়াল। পাঠকপ্রিয়তা পেয়েছে তার লেখা ছড়ার বই ‘বাকশো ভরা একশো ছড়া’, ‘আমিও ফড়িং তুমিও ফড়িং’ ও ‘টই টই হই চই’।
তার শিশু-কিশোর গল্পের বই ‘জটা কবিরাজ ও ভুতুড়ে বটগাছ’ ও ‘আশেকীন স্যারের ক্লাশে মিষ্টি একটা পরি’। বইগুলোও পাওয়া যাচ্ছে পার্ল পাবলিকেশন ও অর্জনের স্টলে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এনএটি