ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

না ফেরার দেশে গুলতেকিনের স্বামী আফতাব আহমেদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
না ফেরার দেশে গুলতেকিনের স্বামী আফতাব আহমেদ

গুলতেকিনের স্বামী সাবেক অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদ মারা গেছেন। সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

তিনি হৃদরোগ ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের তরুণ শিক্ষক হুমায়ূন আহমেদকে কিশোরী গুলতেকিন প্রেমে পড়ে বিয়ে করেছিলেন। তাদের বিচ্ছেদ হয় ২০০৩ সালে। তাদের ঘরে এক পুত্রসহ তিন কন্যা সন্তান রয়েছেন। ২০১২ সালে হুমায়ূন আহমেদ তুমুল জনপ্রিয়তা নিয়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করে ইন্তেকাল করেন। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে গুলতেকিন আফতাব আহমেদের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আফতাব আহমেদেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল।  

পারিবারিক সূত্র জানায়, দাম্পত্য জীবনে তারা পরস্পর খুবই সুখী ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক এই অতিরিক্ত সচিব কবি হিসেবে নিজের সমধিক পরিচিতি ঘটিয়েছিলেন। আফতাব আহমেদ প্রয়াত অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।