ঢাকা: দু’দিনব্যাপী ২৯তম জাতীয় কবিতা উৎসব আগামী রোববার (০১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় কবিতা উৎসব পরিষদের আহ্বায়ক কবি মুহাম্মদ সামাদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মুহাম্মদ সামাদ বলেন, ‘জাগো সম্ভাবনায় জাগো কবিতায়’ স্লোগানে ২৯তম জাতীয় কবিতা উৎসবে বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষার কবিদের অংশগ্রহণ থাকছে। দু’দিনের এ উৎসবে প্রতি বছরের মতো একুশের গান, উৎসব সংগীত, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, কবিতার গান, সেমিনার ও প্রদর্শনীর আয়োজন থাকছে।
এছাড়া বাংলাদেশের ভিন্নভাষী কবিদের জন্য ‘অন্য ভাষার কবিতা’ শিরোনামে একটি আলাদা অধিবেশন থাকবে বলেও জানান তিনি।
কবি সামাদ বলেন, বিভিন্ন দেশে কাব্যচর্চায় নিবেদিত প্রবাসী বাংলা ভাষার কবিদেরও উৎসবে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের অনেকেই আসবেন বলে জানিয়েছেন।
ইতিমধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সুইডেন, ডেনমার্ক, ইকুয়েডর, সুইজারল্যান্ড ও বেলজিয়ামের অনেক কবি উৎসবে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী, সাধারণ সম্পাদক কবি আসলাম সানী, উৎসবের যুগ্ম আহ্বায়ক কবি তারিক সুজাত, কবি কাজী রোজী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১