অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-তে কবি অঞ্জন আচার্যের তৃতীয় কাব্যগ্রন্থ ‘তুমুল কোলাহলে কুড়াই নৈঃশব্দ্য’ আসছে। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন।
বইটিতে পাঠক কোলাহল আর নৈঃশব্দ্য দুটি ভিন্ন ব্যাপার হলেও এই দুই আলাদা সত্তা সম্পর্কে একটি অন্যরকম ভাব খুঁজে পাবেন।
কবি মনে করেন, নৈঃশব্দ্য ও কোলাহল কারো সংস্পর্শেই আসতে চায় না কেউ। তবে এও সত্য, কেউ-কাউকে ছেড়েও যায় না। যেমনটি যেতে চায় না ছেড়ে আলোকে আঁধার, আঁধারকে আলো। তবে কি কোলাহলের ভেতর বসবাস করে নৈঃশব্দ্য কিংবা নৈঃশব্দের ভেতর কোলাহল? অন্তর্মুখি মানুষ খুঁজে ফেরে নৈঃশব্দ্যের ঘ্রাণ, বহির্মুখি মানুষ খুঁজে পায় কোলাহলের গন্ধ।
বইটি কবি তার হৃৎজাত সন্তান ‘গদ্য’কে উৎসর্গ করেছেন।
এর আগে এই কবির ‘জলের উপর জলছাপ’ (শুদ্ধস্বর, ফেব্রুয়ারি ২০১০) এবং ‘আবছায়া আলো-অন্ধকারময় নীল’ (বিজয় প্রকাশ, ফেব্রুয়ারি ২০১১) কাব্যগ্রন্থ দুটি প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫