ঢাকা: সময় গড়িয়ে চলছে দ্রুত, তার চেয়েও যেন বেশি গতিতে এগিয়ে চলেছে প্রযুক্তি। প্রযুক্তির আশীর্বাদ নিয়ে বিশ্বের অনেক প্রখ্যাত সংবাদমাধ্যম মুদ্রণের পাশাপাশি অনলাইন ভার্সনে মনোযোগ দিয়েছে।
সময়-প্রযুক্তির এই ঈর্ষণীয় প্রতিযোগিতায় এবার নজর দিতে বাধ্য হলো বহুল প্রচারিত মাসিক ‘ভারত বিচিত্রা’। সাড়ে তিন যুগ ধরে ভারতীয় দূতাবাস থেকে প্রকাশ হয়ে আসা মাসিক পত্রিকাটি এখন অনলাইনেও প্রকাশ হচ্ছে, অর্থাৎ মাসিকটি এখন থেকে অনলাইনেও পড়া যাবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ভারত বিচিত্রার ২০১৫ সালের জানুয়ারি সংখ্যা এখন অনলাইনেও (http://hcidhaka.gov.in/pdf/20150101.pdf) পড়া যাচ্ছে।
একইসঙ্গে মাসিকটির সাম্প্রতিক সংখ্যাগুলোও (http://hcidhaka.gov.in/pages.php?id=1242) পাঠকদের জন্য অনলাইনে সংরক্ষিত রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
উল্লেখ করা যেতে পারে, জনপ্রিয় মাসিকটির বর্তমান সম্পাদকের দায়িত্বে রয়েছেন নান্টু রায়।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫