এবারের একুশে বইমেলায় তানভীর তারেকের লেখা ৩টি বই আসছে। তিনটির মধ্যে দুটি উপন্যাস ও একটি গল্পের বই।
নিজের লেখালেখি প্রসঙ্গে লেখক তানভীর তারেক বলেন, ‘লেখালেখির ক্ষেত্রে আমি আলাদা স্বত্তা হিসেবেই কাজটা করি। এটা আমার নিজস্ব ভালো লাগার জগত। অনেকেই বলেন আমি গানের মানুষ। এর ভেতরে লেখালেখিটা কেন। তাদেরকে বলি আমি গানটা নেশা হলেও গত ১৫ বছরের সাংবাদিকতার ক্যারিয়ারে একাধিক পত্রিকার কয়েক হাজার পৃষ্ঠায় আমি লিখেই জীবিকা নির্বাহ করছি। তাই এটা আমার নিজস্ব ও পরিচিত জগৎ। হয়তো বই প্রকাশনার ক্ষেত্রে আমি মাত্র ৩ বছর। কিন্তু ভেতরের চর্চা এক যুগেরও বেশি সময় ধরে। ’
তানভীর তারেক এর লেখা অন্যান্য বইগুলো হল— অপ্রচারিত মিডিয়া গসিপ (গণমাধ্যম বিষয়ক প্রবন্ধ), সিদ্ধপল্লীর পতিতা( গল্পগ্রন্থ), লীলামহল(উপন্যাস), বানোয়াট বাস্তব(গল্পগ্রন্থ)।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫