ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

সিলেটে বইমেলার উদ্বোধন শুক্রবার বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
সিলেটে বইমেলার উদ্বোধন শুক্রবার বিকেলে

সিলেট: সিলেটে ৮ম বারের মতো বইমেলার আয়োজন করেছে দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে নগরীর হযরত শাহজালাল দরগা গেটের কেমুসাস প্রাঙ্গনে সপ্তাহব্যাপী এই বইমেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।



সাহিত্য সংসদের সাবেক সভাপতি নজমুল হোসেন চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে বলে জানিয়েছেন বইমেলা-২০১৫ বাস্তবায়ন উপ-কমিটির সদস্য সচিব দেওয়ান আবুল হোসেন মাহমুদ রাজা চৌধুরী।

প্রতিদিন মেলা প্রাঙ্গনে প্রকাশনা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠের আসর, শিশুদের আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বরচিত কবিতা পাঠের আসর, সন্ধ্যা সাড়ে ৭টায় কাকন ফকিরের গানের আসর।

শনিবার (২১ মার্চ) বিকেল ৪টায় ক ও খ গ্রুপের চিত্রাংকন প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৬টায় আব্দুল মালিকের কবিতার চারুপাঠ বই এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ক্ষুধা সৌন্দর্য্য বইয়ের প্রকাশনা  উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২২ মার্চ (রোববার) বিকেল ৪টায় ক ও খ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৬টায় মো. আব্দুল জলিল চৌধুরীর কাব্যগ্রন্থ ‘কুয়ালামপুর যখন বৃষ্টি নামবে’ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় চিরায়ত অন্বেষা বইয়ের প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৩ মার্চ (সোমবার) বিকেল ৪টায় রয়েছে গ গ্রুপের চিত্রাংকন প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৬টায় কবি মামুন সুলতানের কাব্যগ্রন্থ ‘জলভাঙ্গা স্বপ্ন সিড়ি’র প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।     

২৪ মার্চ (মঙ্গলবার) বিকেল ৪টায় রয়েছে গ ও ঘ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৬টায় মো. আজিজুর রহমান লস্করের ‘গুড রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স’ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় আজিজুল হক মানিকের ছড়া বইয়ের প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৫ মার্চ (বুধবার) বিকেল ৪টায় রয়েছে ক ও খ গ্রুপের হাতের লেখা প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৬টায় কবি মুকুল চৌধুরীর মাটির ঘটনা কাব্যগ্রন্থ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় পথিক কবিতা বইয়ের প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ৬টায় সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে সপ্তাহব্যাপী এ বইমেলা।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।