ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাল্য গল্পে জলের ছায়া | আমেনা তাউসিরাত

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
বাল্য গল্পে জলের ছায়া | আমেনা তাউসিরাত

বাল্য গল্প, বাল্য নদী,
একটুখানি ফিরত যদি?

বাল্য বিদ্যা, বাল্য হাসি,
মন্ত্র, মায়ায় সর্বনাশী।

বাল্য খেয়া, বাল্য সাঁকো,
এই বেলাতে পাচ্ছি নাকো।



বাল্য সুরের ভাটিয়ালী,
হারান মাঝি, তীরের বালি।

বাল্য ছুটে, ছুটল খুবই।
ওই মায়াতেই তবুও ডুবি।

বাল্য হাওয়া কয়েক খানি,
বন পারুলটা অভিমানী।

বাল্য পুকুর, মধ্যদুপুর,
ডুব সাঁতারের দিনটা মধুর।

বাল্য চুড়ি, বাল্য নূপুর,
বাজছে দেখ ছোট্ট সুদূর।



বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।