ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

যাযাবর রোদে পুড়ে | মেহেরুবা নিশা

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
যাযাবর রোদে পুড়ে | মেহেরুবা নিশা

যে রোদ যাযাবর—
তারেই খুঁজে ফেরে গহীনের বন;
যে বনে প্রদর্শিত হয় আগুনের স্কেচ,
আলোর ব্যালেরিনা—
চৈত্রের দুপুর শেষে এই বনে নামে
শুক্লপক্ষের রাত
তারও আগে-সন্ধ্যা-আলোর আহ্বানে
প্রেমবাহী পতঙ্গ ওড়ে—অন্ধ ঝোঁপে ঝোঁপে,
আবছা ফুলে ফুলে—
সেই ফুল! যার গন্ধে আকুল হয়ে নিতে শিখি স্বাদ—
পুষ্পভক্ষক আমি!
খেয়ে যাই ফুল, ধারণ করি বীজ;
গেয়ে যাই গান...
-রে বাক্কাস! চালাওরে জোরে রথ!
চলো বন ছেড়ে দূরে—বহুদুর সরোবরে—
চলো সমুদ্রমন্থনে—মদের নদিতে মিশি...
চলো গিয়ে মরি—উপকথার দেশে;
যেখানে মানুষ মাটিতে পুঁতেছে পূর্বসূরীয় বীজ—
তাকে বেড়ে উঠতে দেই—ফেটে পড়তে দেই প্রান্তরে...
তারপর—
চলো ফিরে আসি অন্ধ গহীনের বনে।
মেলে ধরি সমস্ত অনুভূতি—জাগতিক প্রেম,
মহাজাগতিক কাতরতা—
যাযাবর রোদে পুড়ে...



বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।