ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

আজ বাদেআলীতে অনেক বৃষ্টি | অমিয় দত্ত ভৌমিক

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
আজ বাদেআলীতে অনেক বৃষ্টি | অমিয় দত্ত ভৌমিক

প্রিয় রাজন,
বারবার মনে পড়ছে তোমার কথা
কচি মুখখানা তোমার, গাল বেয়ে ঘাম ঝরছে
ডুকরে উঠছে ক্ষণে ক্ষণে, দৃশ্যমান পিশাচের কালো থাবায়
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে তোমার প্রাণশক্তি।

প্রিয় রাজন,
তোমার বন্ধু আর সহপাঠীরা, যাদের সাথে তুমি খেলতে
তারা তোমায় খুঁজছে
খেলতে যাবে বলে
যাবে না তুমি কুমারগাঁওয়ে?

কেন?
এখন তোমার দূরন্ত শৈশব, এটা তো খেলারই সময়।


শুনছ না যে?

প্রিয় রাজন,
তুমি তো পানি পান করতে চেয়েছিলে
আছমা খালাকে বলেওছিলে পানির কথা

আজ কান্দিগাঁও, বাদেআলীতে অনেক বৃষ্টি
পানিতে টইটুম্বুর মাঠ-ঘাট
আসো, দেখবে পানিতে তুমি ডুবসাতাঁর খেলতে পারবে।

প্রিয় রাজন,
মা বলেছে, আজ অনেক রোদ
সবজি বেচতে যেতে হবে না
তুমি কিনা বলছ, এই রোদে কিছু হবে না!
শুনছ না কেন মায়ের কথা?

ওহ্, ক’দিন বাদেই ঈদ
সৌদিবাড়ির ছেলেরা নতুন জামা কিনে ফেলেছে?

প্রিয় রাজন,
ঈদের বাজার বেশ জমে গেছে
সকাল থেকে রাত অব্দি দোকান খোলা
আসো, ইচ্ছেমতো জামা কিনতে পারবে
লাল, নীল, সবুজ কী চাই তোমার?

প্রিয় রাজন,
আমরা ঈদ করব, খুব ধুমধাম করে
পাঞ্জাবি কিনেছি, শার্ট, পেন্ট, জুতা
আব্বু এসেছে বিদেশ থেকে
আমরা নতুন গাড়ি কিনেছি

ওহ্ সরি... তোমাদের তো ‘গাড়ি’ আছেই
তোমার আব্বুই তো ড্রাইভার।

Banner_Update
বাংলাদেশ সময় : ১৪২২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।