ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

জন্মের স্বাদ | অমিয় দত্ত ভৌমিক

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
জন্মের স্বাদ | অমিয় দত্ত ভৌমিক

ততদিনে অনেককিছুই জন্মেছে
ভারত বাংলাদেশ পাকিস্তান
দল নেতা সরকার দখলদার...
একই গর্ভ, যখন যা দরকার!

ততদিনে অনেককিছুই জন্মেছে
সামরিক অসামরিক রাজাকার হানাদার
দুর্নীতি দুর্গতি অবিশ্বাস অবিচার...
একই গর্ভ, যা ছিল না দরকার।

ততদিনে অনেককিছুই জন্মেছে
গণতন্ত্র অর্থনীতি নারীমুক্তি পরচর্চা
টেস্টটিউব গতি মেধা প্রযুক্তি রূপকার...
একই গর্ভ, সময়ের সাথে যা দরকার।



এতদিনে জন্মেছে আমাদের বিবেক
আটষট্টি বছর ধরে প্রসব বেদনা নিয়ে
স্বীকৃতির আশায় যে করেছে হাহাকার
একই গর্ভ অথচ, যা অনেক আগেই ছিল দরকার।



বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।