ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বন্ধু ভালোবাসি | হুসাইন আজাদ

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
বন্ধু ভালোবাসি | হুসাইন আজাদ

এই এখানে গল্প থাকে এই এখানে গান
এই এখানে দুঃখ ও সুখ, মান ও অভিমান
এই এখানে ভীতি থাকে, এই এখানে রাত
এই এখানে ভোরের আলো রাঙা সুপ্রভাত
এই এখানে চলার গতি এই এখানে দম
এই এখানে ফাঁকিবাজি, কঠোর পরিশ্রম
এই এখানে জীবন শেখা এই এখানে মন
এই এখানে হাজারো সুর বাজে প্রতিক্ষণ
এই এখানে স্বপ্ন ওড়ে, এই এখানে বল
এই এখানে সাহস থাকে মরুর বুকে জল
এই এখানে নেই দাবি নেই, স্বার্থও নেই সুতো
এই এখানে থাকেই না প্রায় ছলছাতুরি-ছুতো
এই এখানে অশ্রু থাকে এই এখানে হাসি
‍এই এখানেই হয় না বলা—বন্ধু ভালোবাসি!



বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।