সাহিত্যে অনন্য অবদানের জন্য এবারের নোবেল পুরস্কার জিতেছেন বেলারুশিয়ান নারী লেখক সভেতলানা আলেক্সিয়েভিচ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুইডেন সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) এ ঘোষণা দেয় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
ইউক্রেনের স্তানিস্লাভে, ১৯৪৮ সালের ৩১ মে—ইউক্রেনীয় মা ও বেলারুশীয় বাবার ঘরে সভেতলানার আলেক্সিয়েভিচের জন্ম। তার পেশা সাংবাদিকতা।
সোভিয়েত-আফগান যুদ্ধ ও চেরনোবিল বিপর্যয় নিয়ে তার লেখা উল্লেখযোগ্য দুটি গ্রন্থ War's Unwomanly Face এবং Zinky Boys I Voices from Chernobyl। প্রথম বইটি প্রকাশিত হয় ১৯৮৫ সালে—প্রকাশের পর বইটি প্রায় দুই মিলিয়ন কপি বিক্রি হয়।
বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত তার গ্রন্থগুলোই তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি এনে দেয়।
আলেক্সিয়েভিচকে পুরস্কৃত করে সুইডিশ একাডেমির পক্ষ থেকে বলা হয়, আমাদের দৈনন্দিন জীবনের দুঃখ-কষ্ট ও সাহসিকতার বিষয়ে বহুমাত্রিক লেখার জন্য তিনি এ সম্মানজনক পুরস্কার জিতেছেন।
গত বছর এ পুরস্কার জিতেছিলেন ফরাসি সাহিত্যিক পাত্রিক মোদিয়ানো।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫