ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

প্রথমবারের মতো ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশ সরকারের অংশগ্রহণ

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
প্রথমবারের মতো ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশ সরকারের অংশগ্রহণ

ইতিহাসের প্রাচীনতম বইমেলা—ফ্রাঙ্কফুর্ট বইমেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ সরকার। এবারই প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ বইমেলায় বাংলাদেশ সরকারের নিজস্ব একটি প্যাভিলিয়ন থাকছে।



বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল—সরকারের প্রতিনিধি হয়ে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জনাব শাকিল বাংলানিউজকে নিশ্চিত করেন।

পঞ্চদশ শতকে ইয়োহানেস গুটেনব্যার্গ মাইন্সে ছাপাখানা আবিষ্কার করেন৷ আবিষ্কৃত ছাপাখানা থেকে ছাপানো বইপত্র বিক্রির জন্য তিনি অদূরের বড় শহর ফ্রাঙ্কফুর্টে যেতেন।

মূলত সেসময় থেকেই জার্মানি ও ইউরোপের নানা প্রান্ত থেকে বই ও ছাপাখানা-সম্পৃক্ত মানুষজনের ফ্রাঙ্কফুর্টমুখী হওয়া শুরু।

ঐতিহাসিক পট পরিবর্তনের কারণে বিভিন্ন সময় ফ্রাঙ্কফুর্টে বইপ্রেমীদের সমাগম বাধাগ্রস্ত হলেও ১৯৪৯ সালে এটির একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয় জার্মান প্রকাশক সমিতি৷ চূড়ান্তভাবে ফ্রাঙ্কফুর্ট বইমেলা আন্তর্জাতিক চেহারা পায় ১৯৬৪ সাল থেকে।



বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।