ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কবি সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন দুই দিনব্যাপী এ কবি সম্মেলনের উদ্বোধন করেন।



এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার এবং উদ্বোধনী কবিতা পাঠ করেন কবি শোয়েব শাহরিয়ার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি বজলুল করিম বাহার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু।

এসময় স্বরচিত কবিতা পাঠ করেন ওয়ালী কিরণ, আরিফুল হক কুমার, শামীম হোসেন, আলমগীর মালেক, সুজন হাজারী, আসলাম সানী, কাদের বাবু, খন্দকার বজলুর রহীম, যাকির সাঈদ, আনিফ রুবেদ, জ্যাকি ইসলাম, অদ্বিত্ব শাপলা, মামুন মোস্তফা, বাবুল বড়ুয়া, তিথি আফরোজ, সায়মা হাবীব, সানাউল্লাহ সাগর, রাজা শহিদুল আসলাম, জুয়েল মোস্তাফিজ, মামুন খান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় শহরের সাতমাথা এলাকায় বর্ণাঢ্য আনন্দ পদযাত্রা বের করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক কবি অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।