জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’র প্রদর্শনী উৎসব শুরু হচ্ছে রোববার (০৬ নভেম্বর)।
শনিবার (০৫ নভেম্বর) জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসেন রাহাত বিষয়টি নিশ্চিত করেন।
দু’দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন কবি নির্মলেন্দু গুণ ও পরিচালক মাসুদ পথিক।
বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দু’বার প্রদর্শীত হবে। সোমবারও একই সময়ে প্রদর্শন করা হবে।
কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে প্রেম, প্রকৃতি, মুক্তিযুদ্ধের তথ্য-উপাখ্যানকে বিষয়বস্তু করে পরিচালক মাসুদ পথিক চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। ছবিটি এখনো কোনো সিনেমা হলে দেখানো হয়নি।
তবে জাবির আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী করা হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে ব্রাত্য চলচ্চিত্র।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
ওএইচ/আরআই