তোমাকে হয়নি জানা
সাগরের তীরে বসে
এক ফোঁটা জলের জন্য নিদারুণ হাহাকার
অথচ তুমি ছিলে নিরেট-নির্বিকার,
তোমার সমস্ত দেহপট হাতড়িয়ে
নোনা জলের গন্ধটুকু পাওয়া গেল
শুধু পাওয়া গেল না
ভেজা ও ভিজিয়ে দেওয়ার অধিকার।
অনেক দূর হেঁটে এসে
এই আমি ক্লান্ত-পিপাসার্ত
তুমি এগোতে চাও ‘বিধান মেনে মেনে’
অথচ যন্ত্রণার হাতুড়ি দিয়ে
সব বিধান ভেঙেছি সেই কবে।
কাঁকড়ার গর্তে থাকা জল
ঝাউ গাছের শেকড়ে থাকা জলের কণা
ভেজা মাটির গন্ধমাখা আহ্বান
সবই জেনেছি,
শুধু তোমাকে হয়নি জানা।
কলম্বাস
অন্তহীন যাত্রা থামিয়ে দিয়ে বললে
‘আমি বিধতার বিধান মেনে চলি’..
ঝাউবনে তখন লিলুয়া বাতাস
সমুদ্রের গর্জনে মিলিয়ে যাচ্ছিল
আমার হা-হুতাশ,
তবুও আমি বললাম, পাল তোল
‘নতুন দেশ’ আবিষ্কারের নেশায়
আমি কলম্বাস!
বেদনার গাঢ় নীলে
মাথার উপর হাসল তখন
তোমার নীল আকাশ।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫