ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাংলাদেশ প্রতিদিন সম্মাননা পাচ্ছেন রফিক আজাদ ও সমরেশ মজুমদার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
বাংলাদেশ প্রতিদিন সম্মাননা পাচ্ছেন রফিক আজাদ ও সমরেশ মজুমদার রফিক আজাদ ও সমরেশ মজুমদার

ঢাকা: দেশের শীর্ষ প্রচার সংখ্যার জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’র সাত বছরে পদার্পণ উপলক্ষে বাংলা সাহিত্যের দুই জনপ্রিয় লেখককে সম্মাননা দেওয়া হবে।

সম্মাননা পাবেন জনপ্রিয় কবি রফিক আজাদ ও ভারতের পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক সমরেশ মজুমদার।



আগামী ১৫ মার্চ বেলা ১২টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

তবে কবি রফিক আজাদ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকায় তার পক্ষে সম্মাননা নেবেন স্ত্রী দিলারা হাফিজ। আর সমরেশ মজুমদার ঢাকাতেই রয়েছেন।

১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন কবি রফিক আজাদ। ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক পান তিনি। সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন হুমায়ুন কবির স্মৃতি (লেখক শিবির) পুরস্কারসহ আরও বেশ কয়েকটি পুরস্কার।

সমরেশের জন্ম ১৯৪২ সালের ১০ মার্চ। তার শৈশব কেটেছে জলপাইগুড়িতে। তিনি বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক। তার অনেক রচনাতেই উত্তরবঙ্গের কথা ঘুরে ফিরে আসে। তিনি বেশ কিছু সফল টিভি সিরিয়ালের কাহিনীকার।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।