ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

প্রকাশনায় ১৬ বছর

পাবলিক লাইব্রেরিতে ঐতিহ্য’র বই উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
পাবলিক লাইব্রেরিতে ঐতিহ্য’র বই উৎসব

ঢাকা: সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য’র ১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ মূল্যছাড়ে ‘ঐতিহ্য বই উৎসব’।

 

শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি চত্বরে অনানুষ্ঠানিকভাবে শুরু হবে এ উৎসব।

 

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
    
এতে জানানো হয়, উৎসবে পাঠকরা ঐতিহ্য প্রকাশিত সহস্রাধিক বই ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত মূলছাড়ে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ‘মজুদ থাকা সাপেক্ষে’ কিনতে পারবেন। এছাড়া ঐতিহ্য প্রকাশিত মানসম্পন্ন কিছু বই মাত্র ৩০ টাকায় কেনা যাবে।

কোনো বন্ধ ছাড়াই এ বই উৎসব চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। উৎসবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পাঠকরা বিরতিহীনভাবে বই সংগ্রহ করতে পারবেন।  

বই উৎসবে লেখক ও অনুবাদক মাহমুদ মেননের অনুবাদে জর্জ অরওয়েলের বিখ্যাতগ্রন্থ ‘১৯৮৪’, মিছিল খন্দকারের কবিতাগ্রন্থ ‘মেঘ সামান্য হাসো’, বিসিএসএ প্রকাশিত ও ঐতিহ্য পরিবেশিত বই ‘মাশরাফি’সহ ঐতিহ্য প্রকাশিত সব বই সর্বোচ্চ ৬০ শতাংশ মূল্যছাড়ে পাওয়া যাবে।

যাত্রা শুরুর পর থেকে ঐতিহ্য প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে সহস্রাধিক। এর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভুষণ বন্দ্যোপাধ্যায় ও জীবনানন্দ দাশ’র রচনাবলি। এছাড়া রয়েছে মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল ‘জয়বাংলা’, ‘বাংলাদেশ’, ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’, ‘মুজিব বাহিনী থেকে গণবাহিনী : ইতিহাসের পুনর্পাঠ’সহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসগ্রন্থ।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।