ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বৈশাখীর পংক্তিমালা নিয়ে শব্দকথন’র মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
বৈশাখীর পংক্তিমালা নিয়ে শব্দকথন’র মোড়ক উন্মোচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া থিয়েটারে বৈশাখী মেলায় শিল্প সাহিত্যের ছোট কাগজ শব্দকথন’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না প্রকাশিত ও এইচ আলিম সম্পাদিত শব্দকথন’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক উত্তরের খবর পত্রিকার সম্পাদক আব্দুস সালাম বাবু, কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, কবি জয়ন্ত দেব, মন্দিরা সাংস্কৃতিক পরিষদের পরিচালক আলমগীর কবির, বাবুই পরিচালক রাকিব জুয়েল, বগুড়া রোড থিয়েটারের সভাপতি শুভ ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুব টুটুল, কবি ইন্দ্রাণী বর্মণ, কবি লুবনা জাহান, ফজলে রাব্বী, স্বপ্নচূঁড়া শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আসাদুর রহমান খোকন, প্রকাশ শৈলীর প্রতিনিধি ঈমামুল হুদা বিপ্লব প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।