ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবিতা

ছায়াঘর | অপূর্ব সাহা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
ছায়াঘর | অপূর্ব সাহা

ছায়াঘর
...তারপর ভালোবাসতে শুরু করি। দু’হাতের জায়গায় গজিয়ে ওঠে ইকারুসের মোমডানা।

ডানা দিয়ে যা ছুঁই তাই ফেটে গিয়ে শিমুলতুলোর মতো মেঘের জন্ম হয়। মেঘজাতকেরা খরগোশের মত নীল রোদ্দুরে খেলা করে। এই যে করোটির হাড়, এই যে তৃষাতুর অধররেণু- এইসব নিয়ে ঘরে ফেরা মানে বাঙ্কারে ফেরা। এবার ক্যামোফ্লেজের গল্প। বনলতা গো, জীবনে দিয়েছো গভীর গোপন আড়াল! ঝরাপাতার গর্ভকুটিরে সরীসৃপের আভাসটুকু হারিয়ে গেলে শীতল হাওয়ায় নড়ে ওঠে মেশিনগানের নল। এবার বলো, ওরে গোপন ঘণ্টা, স্কুলে ক্রমাগত লেট হয়ে গেলে কীভাবে তুলে আনি সূর্যের অতিবেগুনি রশ্মি এই দুপুরের ছায়াঘরে?

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।