ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

মুর্তজা আলীর বইয়ের মোড়ক উন্মোচন ঘিরে সাহিত্য আড্ডা 

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
মুর্তজা আলীর বইয়ের মোড়ক উন্মোচন ঘিরে সাহিত্য আড্ডা 

কবি মীর মুর্তজা আলী বাবু’র প্রথম কবিতার বই ‘কৈশোর যৌবনের সাথে কথোপকথন’ এর মোড়ক উন্মোচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের শহর কুমারখালীতে হয়ে গেলো এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা।  

এতে ঢাকা থেকে লেখক গবেষক বিলু কবীর, মাহমুদ হাফিজসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কুমারখালী’র কবি-লেখক-সাংবাদিকরা অংশ নেন।

 

বক্তারা কুমারখালীর সাহিত্য-সাংস্কৃতিক পুনর্জাগরণের ওপর গুরুত্বারোপ করেন।

গত বুধবার (১৪ সেপ্টেম্বর) কুমারখালী পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব কবি কাজী আখতার হোসেন। কুমারখালী থিয়েটার অন্যতম সংগঠক রাজশাহী ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. শাহ আলম চুন্নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক বাংলাদেশ বার্তা’র সম্পাদক আব্দুর রশীদ চৌধুরী ও কবি অধ্যাপক রশিদুর  রহমান।  

কাব্যগ্রন্থের ওপর আলোচনা করেন লেখক সাংবাদিক মাহমুদ হাফিজ ও সোহেল আমিন বাবু।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন কবি সৈয়দ আব্দুস সাদিক, কবি শিল্পী ওয়াকিল মুজাহিদ, কবি গবেষক বিলু কবীর, কবি গবেষক ড. রাকিবুল হাসান, নাট্যকার লিটন আব্বাস, কুমারখালী মহিলা পরিষদের সভানেত্রী মমতাজ বেগম, ব্যবসায়ী আবদুর রফিক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমারখালী থিয়েটারের সম্পাদক সোনা উদ দৌলা সোনা। স্থানীয় সুধীজনের মধ্যে সভায় উপস্থিত হন অ্যাডভোকেট মীর আরশেদ আলী, কুমারখালী পাবলিক লাইব্রেরির সহ সভাপতি আকরাম হোসেন, প্রকৌশলী রুহুল আজম, বিশ্বনাথ কর্মকার, ঝিনাইদহ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অজয় বিশ্বাস, কবি আহসান নবাব, সিনে সাংবাদিক ও ব্যাংকার জাহাঙ্গীর আলম, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ শরীফ হোসেন, কুমারখালী শিল্পকলা একাডেমির সম্পাদক আইয়ুব হোসেন, ব্যারিস্টার আলতাফ জর্জ, সাংবাদিক হাবিব চৌহান, ছড়াকার সিদ্দিক প্রামাণিক প্রমুখ।  

দীর্ঘ আলোচনা ও আড্ডায় স্বাধীনতা উত্তর কুমারখালীর সাহিত্য, সংস্কৃতি, নাট্যাঙ্গনের নানা গঠনমূলক কার্যক্রম উঠে আসে।  

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট লালনশাহ, গগন হরকরা,  মীর মশাররফ হোসেন, কাঙাল হরিনাথ মজুদার, কাজী মিয়াজান, বাঘা যতীন, জলধর সেন, অক্ষয় কুমার মৈত্রেয়, শিবচন্দ্র বিদ্যার্ণব, আকবর হোসেন, নাজমুল আলম, পূর্ণচন্দ্র লাহিড়ীর জন্ম ও স্মৃতিধন্য কুমারখালীর হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধারে সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রমকে বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।  

বাবু’র প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে গণপ্রকাশনী। তিনি কুমারখালীর কাব্য ও সাংস্কৃতিক অঙ্গনের সত্তর দশকের পরিচিতমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।