ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

তিনটি বিষাদের কবিতা | দিব্যেন্দু দ্বীপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
তিনটি বিষাদের কবিতা | দিব্যেন্দু দ্বীপ তিনটি বিষাদের কবিতা

১.
এ মুহূর্তে পালাতে পারতাম!
ছাদ ফুঁড়ে উড়ে গিয়ে বসতাম

আকাশ ডিঙিয়ে, জানি
ওখানে কেউ নেই মানুষের বেশে।

২.
যখন ক্ষুধা লাগে
তখনও অবিশ্বাস হয়।


নিজের মাঝেই এখন নিরাশকারীরা।
প্রশ্ন করে-
ক্ষুধা ঠিক লেগেছে তো?
দিনে দিনে মহাত্মা আড়াল হয়েছে
চারপাশে দস্যুবাদের প্রতিষ্ঠায়।
দেবাত্মায় ‘ঘৃণা’ হয়,
নিজেকে আড়াল করার নেশায়
পেয়ে বসে এ দোজখের দেশে।

৩.
হাল এক সময় ছাড়তেই হয়,
ফাঁসির দড়িতে যেভাবে
পা ছেড়ে দেয় অপরাধী।
হাল এক সময় ছাড়তেই হয়,
যেভাবে হাবুডুবু খেতে খেতে
মা সন্তানের হাত ছেড়ে দেয়।
হাল এক সময় ছাড়তেই হয়,
যেভাবে মগডালের চিল
গড়িয়ে পড়ে হঠাৎ ঝড়ে।
হাল এক সময় ছাড়তেই হয়,
যেভাবে বাবুই পাখিরা
হাল ছেড়েছে এই বাংলায়।
হারায়! কখন কে যে হারায়!

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসএনএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।