ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

দৃক গ্যলারিতে এক টুকরো পাহাড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
দৃক গ্যলারিতে এক টুকরো পাহাড় দৃক গ্যালারিতে চলছে পাহাড়ি সংস্কৃতি নিয়ে ফটো এক্সিবিশন/ছবি: বাংলানিউজ

ঢাকা: দেয়াল জুড়ে সারি সারি ছবি। কোনোটাতে পাহাড়ি বন্যপ্রাণী, কোনোটাতে পাহাড়ি জনপদের আদি সংস্কৃতি। কোনো ছবিতে আবার ফুটে উঠেছে পাহাড়ের শিশু-কিশোরের দস্যিপনা। স্থান পেয়েছে পাহাড়ে সাইকেলে ট্রেকিংসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উৎসবের ছবিও। এ সব আলোকচিত্র যেন কথা বলছে প্রাণের ডালি খোলা পাহাড়ি প্রাকৃতিক রূপবৈচিত্র্যের।

রাজধানীর দৃক গ্যালারিতে চলছে পাহাড়ি সংস্কৃতি নিয়ে ফটো এক্সিবিশন। যেখানে পার্বত্য এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাপনের বিচিত্র রূপ উঠে এসেছে অপরূপ মহিমায়।

দৃক গ্যালারিতে চলছে পাহাড়ি সংস্কৃতি নিয়ে ফটো এক্সিবিশন/ছবি: বাংলানিউজপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ফটো এক্সিবিশন ও প্রতিযোগিতার ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন ট্যুর ডি সিএইচটি। রয়েছে পার্বত্য অঞ্চলে তাদের সাইকেল ট্যুরের বিভিন্ন ছবিও।

কথা হয় এক্সিবিশেন দেখতে আসা এইচএসসি পরীক্ষার্থী শ্রেয়া চাকমার সঙ্গে। বাংলানিউজকে বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য-সংস্কৃতি সবার কাছে উঠে আসছে। বিষয়টি আমার খুব ভালো লেগেছে।

দৃক গ্যালারিতে চলছে পাহাড়ি সংস্কৃতি নিয়ে ফটো এক্সিবিশন/ছবি: বাংলানিউজগ্যাল‍ারি ঘুরে রাজাধানীর রোগতত্ত্ব অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ উদ্দিন আহমেদ জানান, বাংলাদেশের বাইরে বিদেশিদের সৌন্দর্য কম নেই। কিন্তু তারপরেও তারা এদেশে আসে ‘ন্যাচারাল বিউটি’ উপভোগ করতে। কেননা তাদের দেশে সৌন্দর্য থাকলেও তা প্রাকৃতিক নয়। তাই এ ধরনের আয়োজন অবশ্যই দারুণ।

রোববার (১৬ জুলাই) শুরু হওয়া এ আয়োজন বুধবার (১৯ জুলাই) পর্যন্ত চলবে বলে জানান এক্সিবিশনের কো-অর্ডিনেটার মৃধা শিহাব।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।