জাতীয় জাদুঘরের প্রধান অডিটোরিয়ামে উত্সবটি শুক্রবার (২১ জুলাই) বিকেল ৫টায় শুরু হয়ে চলবে শনিবার (২২ জুলাই) পর্যন্ত।
উৎসবে নজরুল সঙ্গীত, নৃত্য ও কবিতা পাঠসহ আরও নানা ধরনের আয়োজন থাকছে।
অনুষ্ঠানে জোসেফ কমল রদ্রিগেজ, খায়রুল আনম শাকিল, সালাহউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, সেলিনা হোসেন, খিলখিল কাজী, ড. লিনা তাপসী খান, করিম হাসান খান, কলোপোনা আনাম, নাসিমা শাহীন ফ্যানির মতো বরেণ্য শিল্পীরা জাতীয় কবির বিভিন্ন গান পরিবেশন করবেন।
অনুষ্ঠানের উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্য রাখবেন নজরুল প্রবক্তা এবং গবেষক ড. রফিকুল ইসলাম।
বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বিএনএসএস কর্মীরা এবার দুই মাস পর নজরুলের জন্মবার্ষিকী উদযাপন করছেন বলে বাংলানিউজকে জানান খায়রুল আনম শাকিল।
তিনি বলেন, আমরা প্রত্যেকবার কবির জন্মদিনে করে থাকলেও এবার রমযানের কারণে তা পেছানো হয়েছিল।
অনুষ্ঠানটি প্রত্যেকের জন্য উন্মুক্ত এবং নজরুলকেন্দ্রিক কাজগুলো প্রতি বছর এই অনুষ্ঠান উপস্থাপনের সুযোগ দিয়ে থাকে। এছাড়া এ বছরের অনুষ্ঠানটি সঙ্গীতজ্ঞ সুধীন দাশকে নিবেদিত করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এসএনএস