ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বগুড়ায় দু’দিনব্যাপী কবি সম্মেলন শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
বগুড়ায় দু’দিনব্যাপী কবি সম্মেলন শুরু  সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কবি-সাহিত্যকরা/ছবি: আরিফ জাহান

বগুড়া: দু’দিনব্যাপী কবি সম্মেলনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।
 
সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ পদযাত্রা বের করা হয়।

পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
 
পরে প্রবীণ কবি বজলুল করিম বাহারের সভাপতিত্বে কবি সম্মেলন শুরু হয়।
 
সম্মেলনে এমপি আব্দুল মান্নান, কবি মাকিদ হায়দার, কবি নাসির আহমেদ, কবি আরিফুল হক, পশ্চিমবঙ্গের কবি মলয় চন্দন মুখোপাধ্যয়, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু প্রমুখ বক্তব্য রাখেন।
 
কবি সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন শিশু সংগঠক পলাশ মাহবুব।
 
স্বরচিত কবিতা পাঠে অংশ নেন- কবি সরোজ দেব, তুষার কবির, শামীম হোসেন, সিরাজ উদ দৌলা বাহার, জলিল আহমেদ, মুন্নি ইয়াসমিন, কামরুজ্জামান মাসুদ, রেজাউল করিম চৌধুরীসহ অনেকেই।  
 
বিকেলে একই স্থানে দুটি সেমিনার, বাংলাদেশের ছোটগল্প: সময় ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা, ছড়া পাঠ, শুভেচ্ছা বক্তব্য, আবৃত্তি এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হবে।
 
বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক বাংলানিউজকে জানান, এবছর ৪টি বিষয়ে বগুড়া লেখক চক্র পুরস্কার দেওয়া হবে। কবিতায় জাকির জাফরান, কথাসাহিত্যে সালেহা চৌধুরী, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘দূর্বা’ সম্পাদক গাজী লতিফ ও সাংবাদিকতায় প্রদীপ মোহন্ত।
 
এছাড়া দু’দিনব্যাপী কবি সম্মেলেন প্রায় দুই শতাধিক কবি অংশ নেবেন, যোগ করেন কবি ইসলাম রফিক।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।