অনুষ্ঠানটি আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে।
পশ্চিম বাংলার স্বপন দত্ত বাউল অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের একজন নিয়মিত শিল্পী। তিনি দীর্ঘদিন ধরে বাউল গানের মাধ্যমে বিভিন্ন জনসচেতনতা ও শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। সমাজকল্যাণমূলক অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তাকে সনদ দিয়েছেন। তিনি বঙ্গীয় সঙ্গীত পরিষদের একজন পরীক্ষক ও বর্তমানে কলকাতায় সঙ্গীত প্রশিক্ষক হিসেবে কর্মরত।
আধুনিক বাংলা গানের একজন অন্যতম শিল্পী দীপঙ্কর মণ্ডল। তিনি বরিশালের প্রান্তিক শিল্পী গোষ্ঠী থেকে নজরুল সঙ্গীত ও লোকসঙ্গীতের উপর প্রশিক্ষণ নেন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত শিল্পী। গীতিকার ও সুরকার হিসেবেও তিনি সুনাম অর্জন করেছেন। ভারতেও তিনি সমান প্রশংসিত। রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশে সঙ্গীত পরিবেশন করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এনএইচটি/এএ