উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মঞ্চ মাতাবেন বাংলাদেশের শিল্পী ফকির শাহাবুদ্দিন ও বাউলিয়ানা, তিব্বতের শিল্পী তেনজিন চো’য়েগাল, ব্রাজিলের মোরিসিও টিজুমবাহ ও সেক্সটেট এবং আসামের বিখ্যাত শিল্পী পাপন।
বাংলাদেশ ছাড়াও উৎসবে গান পরিবেশন করবে ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, মালি, ফ্রান্স, জাপানের ১৪০ জন সংগীতশিল্পী।
এদিকে লোকসংগীত উৎসবের এবারের আসরে নিবন্ধনকৃতদের মাঠে প্রবেশ নিয়েও আয়োজকদের পক্ষ থেকে বেশ কিছু পূর্ব সতর্কতা জানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাত ১০টার পর প্রবেশ নিষেধ, পুনঃপ্রবেশ করা যাবে না, স্পট রেজিস্ট্রেশনের সুযোগ নেই, তামাকজাত দ্রব্য, দিয়াশলাই/লাইটার নিয়ে প্রবেশ নিষেধ, ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ, শুধু মেয়েরা পার্স ব্যবহার করতে পারবেন, যেকোনো ধরনের প্রসাধনী, ওষুধ, ক্যামেরা, হেডফোন, চার্জার, পাওয়ার ব্যাংক, সেলফি স্টিক ও গাড়ি পার্কিং পুরোপুরি নিষিদ্ধ।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এইচএমএস/এমজেএফ