শহীদুল হক খান স্কুলের শিক্ষার্থী থাকাকালেই লেখালেখি শুরু করেন। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৭৫টি।
মঞ্চ, বেতার ও টিভি মাধ্যমে পরিবেশিত শহীদুল হক খান রচিত ও পরিচালিত নাটকের সংখ্যা কয়েকশ’। তিনি অনুষ্ঠান নির্মাণ করেছেন সহস্রাধিক। এদেশে প্যাকেজ অনুষ্ঠান নির্মাণের সূচনা ও পরিকল্পনা হয় তারই উদ্যোগে। রমনা বটমূলে পহেলা বৈশাখে পান্তা-ইলিশের প্রচলনও করেন তিনি।
‘নাট্যসভা’ ও ‘মানুষ মানুষের জন্য’ নামে দু’টি সংগঠনের পুরোধা শহীদুল হক খান। দীর্ঘ তিন যুগ ধরে এই সংগঠন দু’টির কার্যক্রম চলে আসছে। ‘মানবিক কল্যাণ ফাউন্ডেশন’ ও ‘জয় হোক মানবতার’ নামে দু’টি সংগঠনের মাধ্যমে মানবসেবায়ও নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি।
শহীদুল হক খান কৈশোর থেকেই সাংবাদিকতা পেশায় যুক্ত। তিনি দৈনিক যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কাজ করেছেন। ছিলেন দৈনিক ‘হৃদয়ে বাংলাদেশ’ পত্রিকার প্রধান সম্পাদক ও সাপ্তাহিক ‘সবার জন্য’ পত্রিকার সম্পাদক। বর্তমানে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ও বার্তাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শহীদুল হক খান।
তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে— ‘বঙ্গবন্ধু সকলের’, ‘চিরকালের মহানায়ক উত্তম কুমার’, ‘ভাষা আন্দোলন’, ‘মুক্তিযুদ্ধ ও শেখ মুজিব’, ‘ভালোবাসার শত্রুমিত্র’, ‘কালো মেয়ে প্রেম বোঝে না’, ‘স্মৃতিতে স্মরণীয় সমরেশ বসু’, ‘রান্নার জাদুকর ফখরুদ্দীন বাবুর্চি’, ‘এক জীবন হাজার স্মৃতি’, ‘তোমার শরীরে আমার সর্বনাশ’, ‘সব ভালোবাসা বিক্রি করে দেব’, ‘Love লোকসান’, ‘হাজার জনতার দৃষ্টিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’, ‘মিডিয়া মাফিক ম্যাজিক’ ইত্যাদি।
জন্মদিনের শুভক্ষণে মাদকমুক্ত, সড়ক দুর্ঘটনামুক্ত, ধর্ষণমুক্ত, দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ কামনা করেছেন শহীদুল হক খান।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এইচএ/