ব্যস্ত রাখে সে অতৃপ্তি আর আকাঙ্ক্ষার অপার সাগরে
যেন তারে খুঁজে পাওয়া দায় ভীষণ
সুচেনা যে সরুপথে এসেছি আলোর স্পর্শে
সেই পথে ঢুকে কতজনের কলঙ্ক রটে
কাহারের খেলা বুঝি না তাই তারে খুঁজি না আর।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এসএনএস
শিল্প-সাহিত্য
খেলোয়াড় | মিশির হাবিব
| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপনি যে তার কাছে যেতে চান
তাকে চেনেন, যার রূপে পুড়েছিলো পাহাড়।
সবল শরীরে কী এক দুঃসহ উন্মাদনা
কেমন কৌশলে ছোটায় হাওয়া জল মাটি আর
আগুনে তৈরি পুতুলের পিছনে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।